Tell a Friend

Tuesday, October 4, 2011

UNIPAY2U-এর নতুন management এর কাছ থেকে পাওয়া সর্ব শেস খবর। (৪র্থ অক্টবার ২০১১)

UNIPAY2U-এর নতুন management এর কাছ থেকে জানা জাচ্ছে যে তারা ১০ তারিখ থেকে গ্রহকদের টাকা ব্যাংকে দেওয়া শুরু করবে। এবং এই খবরটা বর্তমানে বেশ জোর গলায় UNIPAY2U-এর নতুন management বলছে। অন্য দিকে গতকাল ২য় অক্তবার ২০১১ এর মধ্যে আমরন অনশন কারীদের মুল টাকা ফিরেয়ে দেওয়ার প্রতিশুতি দেওয়া হয়েছিল। কিন্তু তাদের কেও পেয়েছে বা পাবে এমন কোন ব্যক্তি বা খবর আমরা পাইনি।

এদিকে বারবার তারিখ দিয়ে যখন UNIPAY2U-এর গ্রহকদের টাকা গ্রহকরা পাইনি, এই অবস্থায় গ্রহকরা সম্পূর্ণ বিশ্যাস হারিয়ে ফেলেছে। অনেকের মতেই UNIPAY2U নয়ে সপ্ন দেখা সমপুর্ন বোকামি বা অর্থহিন। তবে অনেকেই UNIPAY2U-এর management এর বিরুদ্ধে গন মামলার প্রস্তুতি নিচ্ছে আবার অনেকই এখানে সরাসরি সরকারের হস্তক্ষেপ কামনা করছে।

UNIPAY2U-এর নতুন management এবং নতুন এম.ডি.মিং.তাহের সাহেবের সাথে যোগাযোগ করা সম্ভব হইনি। এবং uni-corner (UNIPAY2U-এর ঢাকা) পুরবের দিনের মত আজও বন্ধ ছিল।

No comments:

Post a Comment